লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়ির বাজারে অবস্থিত শিবরাম চাইল্ড কেয়ার স্কুলে বৃত্তি সনদ প্রদান ও অভিভাবক সমাবেশ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা শিক্ষা অফিসার এ. কে. এম. আজিজুল হক। সভাপতিত্ব করেন সরকারি আগমনি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আশরাফুল আলম রাজু।
এ সময় শিবরাম চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক আশরাফুল ইসলাম বলেন,আমরা শিক্ষার্থীদের যত্নশীল ভাবে পাঠদান করি এবং পড়াশোনার মানও যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি,এবার জেলায় প্রথম স্থান অর্জন করেছে আমাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি ও ট্যানেল্টপুল বৃত্তি পেয়েছে।
উপস্থিত ছিলেন শিবরাম চাইল্ড কেয়ার স্কুলের উপদেষ্টা জয়ন্ত কুমার সরকার। অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেওয়া হয় এবং পরে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।