বাংলা কার্তিক মাসে প্রতি বছরের মতো এবারও নুরুউদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ছয় সহস্রাধিক মানুষের জন্য একবেলার খাবারের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামের জহিরুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত এ আয়োজন চলে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুঃস্থ, অসহায়, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন। খাবার শেষে ৮০ বছর বয়সী সখিনা খাতুন বলেন, “সারাবছর ভালো খাই না। আজ পেট ভরে খেলাম।” ত্রিশালের হেলেনা খাতুন ও মোক্ষপুরের বৃদ্ধ আবদুল মতিনও আয়োজনের প্রশংসা করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজনে প্রায় চল্লিশজন বাবুর্চি ও শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন। স্বেচ্ছাসেবক সালমান সাদিক শাওন বলেন, “মানুষের সন্তুষ্ট মুখ দেখে সব কষ্ট ভুলে যাই।” আরেক স্বেচ্ছাসেবক নয়ন তালুকদার জানান, “এ আয়োজন এলাকাজুড়ে মিলনমেলায় পরিণত হয়।”
ট্রাস্টের পরিচালক মনিরুল হক খান বলেন, “কার্তিক মাসের একটি দিন আমরা অসহায় মানুষের জন্য উৎসর্গ করি। এবার ছয় হাজারেরও বেশি মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।”
উদ্যোক্তা নুরুউদ্দিন খান জানান, “১৯৬৫ সাল থেকে আল্লাহর ইচ্ছায় এ আয়োজন করছি। যতদিন জীবিত থাকবো, ইনশাআল্লাহ চালিয়ে যাবো। আমার পরেও ছেলেরা এটি ধরে রাখবে।” দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়ে হাজারো মানুষ তৃপ্তি ও কৃতজ্ঞতা নিয়ে বাড়ি ফেরেন।