× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় পৈতৃক সম্পত্তির বিরোধে পরিত্যক্ত বাড়ির আলমারিতে অস্ত্র রেখে ছোট ভাইকে ফাঁসানোর অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

১৫ নভেম্বর ২০২৫, ১৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে পরিত্যক্ত একটি বাড়ির আলমারিতে দেশীয় অস্ত্র রেখে ছোট ভাইকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম পুতুর স্ত্রী শাহীন সুলতানা বলেন, “দুই ভাইয়ের মধ্যে বসতভিটা ও কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সালিশ-বৈঠকেও সমাধান হয়নি। সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বড় ভাই ও তার স্ত্রী পরিকল্পিতভাবে আমার স্বামীকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। তারা আমার শাশুড়ির ব্যবহৃত পুরোনো ও পরিত্যক্ত বাড়ির একটি ভাঙা আলমারিতে অস্ত্র রেখে নাটক সাজিয়েছে। এর আগেও বাড়ি ছাড়া করার জন্য তারা নানা রকম হয়রানি করে আসছিলো।

ঘটনাস্থলে উপস্থিত মো. শাহারিয়ার ও মো. সিরাজ নামের দুই প্রতিবেশী বলেন, “হঠাৎ হৈচৈ শুনে আমরা ছুটে যাই। পরে দেখি র‌্যাব পরিত্যক্ত বাড়ির একটি ভাঙা আলমারি থেকে অস্ত্র উদ্ধার করেছে। পুরো ব্যাপারটি সাজানো মনে হচ্ছে। পারিবারিক বিরোধ থাকলেও কাউকে অস্ত্র দিয়ে ফাঁসানো সম্পূর্ণ আইনবিরুদ্ধ। বিষয়টি তদন্ত করা উচিত।

ঘটনার পরদিন অভিযুক্ত বড় ভাই মঞ্জুর আলম ও তার স্ত্রীর সঙ্গে অস্ত্র উদ্ধারের বিষয়ে কথা বলে জানা যায়, যে পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে তাদের বৃদ্ধা মা থাকতেন। তাদের ছোট ভাই সাইফুল ইসলাম পুতু বিগত পাঁচ বছর ধরে আলাদা বাড়িতে বসবাস করছেন। সম্প্রতি জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। তারা বলেন, “আমরা জানি না প্রকৃতপক্ষে কে বা কারা অস্ত্রটি রেখেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.