কুড়িগ্রাম জেলা পুলিশ নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্তৃক কুড়িগ্রাম জেলায় নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলায় গত ২৪ ঘন্টায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৪ দিনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারন মানুষের উপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬২ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গত ২৪ ঘন্টায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১ নং রাজিবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মিন্টু (৪৫), নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (৪৫), নাগেশ্বরী পৌরসভা ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল রব্বানী সজিব (৩৮), সন্তোষপুর ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ আতাউর রহমান মিলন (৩০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (৫০), রাজারহাট ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান (৪৮)৷ কচাকাটা কেদার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া (৪২), চর রাজিবপুর কোদালকাটি ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ (৬৪), চিলমারী উপজেলা কৃষকলীগের সহ সভাপতি সিদ্দিকুল ইসলাম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক ও সহ সভাপতি কৃষকলীগ মোঃ ওলি আহম্মেদ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত ৪ দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বমোট ৬২ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।