ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে কে. এম. হাটের রেনেসাঁ পরিষদের আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) সকালে রেনেসাঁ মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
কে. এম. হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার উদ্বোধনীয় অনুষ্ঠানে রেনেসাঁ পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার কামরুন নাহার, ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক নুরুল আবছার হাজারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক প্রমুখ।
রেনেসাঁ পরিষদ সূত্রে জানা যায়, এই মেধাবৃত্তি পরীক্ষায় প্রত্যেক শ্রেণি থেকে প্রথম তিনজনসহ ১০ জনকে, সর্বোচ্চ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং সকল পরীক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।