× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন

আব্দুল্লাহ আল মামুন।

১৫ নভেম্বর ২০২৫, ২১:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। জীবননগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. হাবিবুর রহমান হেবা ও সদস্যসচিব মো. রবগুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- শফি উদ্দিন শফি, নূর ইসলাম, সুমন মিয়া, আব্দুল হাকিম ও সোহানুর রহমান।

অন্যদিকে, জীবননগর পৌর শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. রকিবুল ইসলাম রকিব ও সদস্যসচিব মো. আবু সাঈদ মন্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন- সামউল হক, রকিবুল হোসেন, লিটন, জালাল উদ্দিন ও  জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের এক সভায় জীবননগর উপজেলা ও পৌর বিএনপির ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে শনিবার এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.