× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাছ কেটে অবরোধ দুর্বৃত্তদের

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে মেলকাই অংশে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্বৃত্তরা বড় বড় গাছ কেটে সড়কে ফেলে রাখে। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে। হঠাৎ সড়ক অবরোধ হয়ে পড়লে ওই মহাসড়কের দুইদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণে কাজ শুরু করে কালকিনি ফায়ার সার্ভিস, কালকিনি ও ডাসার থানার পুলিশ, পাশাপাশি এলাকার বিএনপি নেতাকর্মীরাও উদ্ধারকাজে যুক্ত হন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক পরিষ্কারের কাজ চলে।

এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে গাছ কেটে মহাসড়ক অবরোধ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে কারা এই নাশকতা ঘটিয়েছে তা নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সড়ক দ্রুত স্বাভাবিক করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.