× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর

১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রায়হান (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-৩। গতকাল শনিবার (১৫ নভেম্বর) ভোরে নোয়াখালীর সেনবাগ থানার ইন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ২২ অক্টোবর রাতে কমলনগরের চরমারিয়া এলাকায় নানির বাড়িতে অবস্থানরত নাবালিকা কিশোরীকে ২ নম্বর আসামি কৌশলে ঘর থেকে ডেকে নেয়। পরে প্রধান আসামি রায়হান তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ভিকটিমের পরিবার কমলনগর থানায় মামলা করে।

মামলা দায়েরের পর থেকেই রায়হান পলাতক ছিল। তাকে ধরতে র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে নজরদারি চালায়। প্রযুক্তিগত তথ্য অনুসন্ধান ও লোকমুখী তথ্য যাচাই করে রায়হানের অবস্থান নিশ্চিত হয়। শনিবার ভোরে সেনবাগের ইন্দ্রপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ঘেরাও করে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কোম্পানির দায়িত্বশীল এসি মিঠুন কুমার কুণ্ডু বলেন, “অভিযুক্ত ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতারে র‌্যাব শুরু থেকেই কাজ করে আসছিল। প্রযুক্তির সহায়তা ও তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তারের পর রায়হানকে আইনি প্রক্রিয়া শেষে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.