× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর

১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে (৪৫)  কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকার মোস্তফার দোকানের পাশে এই ঘটনা ঘটে।

নিহত জহির স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও অন্ত:কোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সঙ্গে ছাত্রদল কর্মী ছোট কাউছারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনায় জড়িত রয়েছে বলে অভিযোগ আছে। কাউছার একাধিক হত্যাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম নোমান বলেন, নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশী কার্যক্রম শুরু হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.