ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে শহরের মুক্তবাজার এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ২০ মিনিটের দিকে দুই যুবক মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে অবস্থান নেন। পরে তারা কেরোসিন ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে মডেল কলেজের পাশে গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে।
শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, নিজাম হাজারী গত বছরের ৫ আগস্টের আগে বলতেন ফেনীকে অশান্ত করতে দেওয়া হবে না, সেই নিজাম হাজারীরা এখন বিদেশে পালিয়ে থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করে ফেনীকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে। হয় তো ভুলে গেছে নিজাম হাজারী যত যাই কিছু করুক, ফেনীর রাজনীতিতে তার অধ্যায় শেষ। ইতিহাসে জয়নাল হাজারীর মত নিজাম হাজারী সন্ত্রাসের গডফাদার হিসেবে চিহ্নিত থাকবে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত বুধবার (১২নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।