× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৫, ১৪:১৭ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা মানবিক হেল্প সেল্ফ শাখার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি, লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক কে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়। ‎শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজারে গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুব কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি মো. বিল্লাল মাষ্টার, সহ-সভাপতি অধ্যাপক বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাচ্চু, এবং সদস্য জাফর মাষ্টার প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম শামিম, সহ-সভাপতি হাজী ইয়াসিন, সদস্য জয়নাল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সদস্য জাকির ফরাজি, মো.জাহাঙ্গীর, যুবনেতা মো. হারুনুর রসিদ, স্থানীয় বাজার মসজিদের ইমাম মাওলানা সোহেব হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

‎বক্তারা বলেন, ধূমপান, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক সেবনের ফলে ক্যান্সার, হৃদরোগ, মানসিক বিভ্রাট, স্মৃতিশক্তি হ্রাস, লিভার–কিডনি ক্ষতি এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। তাই পরিবার, সমাজ ও প্রশাসন একযোগে কাজ করে যুবসমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে।

‎অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানদের আচরণ, চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে সচেতন নজর রাখা জরুরি। অযথা স্মার্টফোন ব্যবহারের সীমাবদ্ধতা রাখা এবং নৈতিক শিক্ষা দেওয়া পরিবারিক দায়িত্ব। মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। সচেতনতা ও সামাজিক ঐক্যই পারে আমাদের প্রজন্মকে সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.