মাদারীপুর সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের ভাতিজা জাহিদুল ইসলাম শিশির বেপারী (২৭)কে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
কালকিনির রমজানপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উত্তর রমজানপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শনিবার রাত ১০:২০ মিনিটে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিশির বাসাই বেপারীর ছেলে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন, ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের অধীনে ২০২৫ সালের সেপ্টেম্বরের মামলা নং-১২-এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, শিশিরের বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।