কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর ও পাটিকাবাড়ি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের ঢল নামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিকেই তিনি এগিয়েছেন, সেদিকেই দেখা গেছে উচ্ছ্বাস, ভালোবাসা আর আবেগে ভরা মানুষের ঢেউ।
স্থানীয়দের প্রত্যক্ষ উপস্থিতি ও অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তাগুলোতে নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। অনেকেই আবেগ ধরে রাখতে না পেরে তাকে জড়িয়ে ধরেন। মানুষের মুখে মুখে শোনা যায় একটাই স্লোগান- “ভাই, আপনি মাঠে থাকেন ভোট দিয়ে আমরা আপনাকে জয়ী করব ইনশাআল্লাহ”।
মানুষের এমন নিখাদ ভালোবাসায় আপ্লুত হয়ে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিভিন্ন এলাকায় স্থানীয়দের খোঁজখবর নেন, তাদের স্বপ্ন-আশা ও দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসীর দৃঢ় প্রত্যয়- “সোহরাব ভাই আমাদের হৃদয়ের নেতা, গণমানুষের মানুষ। আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই।”
স্থানীয়দের বিশ্বাস, দলের মনোনয়ন তাকে দেওয়া হবে-এটাই সদর উপজেলার হাজার হাজার মানুষের প্রত্যাশা। অনেক পর্যবেক্ষকের মতে, এই গণসংযোগ কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি ছিল মানুষের আস্থা, নির্ভরতা ও ভালোবাসার এক বিরল সমাবেশ। যেখানে অধ্যক্ষ সোহরাব উদ্দিন জয়ী হয়েছেন মানুষের অকৃত্রিম স্নেহ আর সীমাহীন সমর্থনে।
গণসংযোগ ও পথসভায় সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।