× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর আয়োজনে মাসব্যাপী বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

মোঃ নিয়াজ মাখদুম, চবি

১৬ নভেম্বর ২০২৫, ১৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর উদ্যোগে ১৬ঃয ঞঐঊগঅঞওঈ উঊইঅঞঊ ডঙজকঝঐঙচ ঈঐঅগচওঙঘঝঐওচ-২০২৫ শীর্ষক মাসব্যাপি কর্মশালার সমাপনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আজ (১৬ নভেম্বর, ২০২৫) বেলা ১২:০০ টায় অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জনাব মোঃ মাহবুবুর রহমান ও দর্শন বিভাগের প্রভাষক জনাব বাপ্পারাজ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ইলহাম শারার, সহ-সভাপতি তাহমিনা আফরোজ, সাধারণ সম্পাদক আকলিমা খাতুন এবং ক্লাবের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর সদস্য জনাব সাদিয়া শরীফ শান্তা, পূজা দাশ, তানজিনা, জিনিয়া, শাহাদ, ইসরাত ও শিহাব ১৬ তম থিমেটিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ বলেন, “অর্গানাইজারদের ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর যাবত এমন একটি কো-কারিকুলার অ্যাকটিভিটিস পরিচালনা করার জন্য। আমরা পরীক্ষায় কম্পিটিশন বলতে শুধু লাস্ট একটা ভাইভা বুঝি, তাছাড়া আমাদের বেশিরভাগ বিভাগগুলোতে ১০০ এর অধিক শিক্ষার্থী থাকায় তাদেরকে আমরা কথা বলার সুযোগ দিতে পারিনা যার ফলে চাকরির পরীক্ষায় অথবা সিভিল সার্ভিসের ভাইভাতে যখন বলা হয় ‘ইনট্রডিউস ইউর সেলফ’ তারা কথা বলতে পারে না। কিন্তু সেই কথা বলার জায়গাটা দেয় এই সিইউএসডি সহ কো-কারিকুলার অ্যাকটিভিটিস পরিচালনা কারী ক্লাব এবং সংগঠন গুলো। আমি আশা করবো সিইউএসডি বিশ্ববিদ্যালয়ে এমন কো-কারিকুলার অ্যাকটিভিটি ভবিষ্যতেও নব উদ্যমে চালিয়ে যাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে দর্শন বিভাগের প্রভাষক বাপ্পারাজ হাওলাদার বলেন, “এতদিন আপনারা একটু একটু করে সাইকেল চালানো শিখেছেন এটা যদি আপনারা চর্চার মধ্যে না রাখেন তাহলে কোনো কাজে আসবে না। ডিবেট শুধু একটা অর্গানাইজেশনে বিতর্ক করা নয় এটা আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যদি প্রয়োগ করতে না পারেন তবে যুক্তিতর্ক শেখা বৃথা যাবে। গণতন্ত্রের জন্য যুক্তিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যুক্তিতর্ক আমাদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়।

লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান বলেন, আজকে ১৬ তম থিমেটিক কর্মশালা দেখে আমার ভালো লাগছে কারণ ঠিক ১০ বছর আগে ৬ষ্ঠ থিমেটিক কর্মশালায় আমিও আপনাদের মতো পার্টিসিপ্যান্ট ছিলাম। আজকে আপনারা একটা সার্টিফিকেট পাবেন সেটা দেখানোর জন্য আসলে ডিবেট নয়। আজকে কুইজে লজিক্যাল ফ্যালাসির কথা বলেছেন যে কুযুক্তি কী? কুযুক্তির মাধ্যমে হয়তো আপনি ডিবেট টা জিতে যাবেন আপনি যুক্তির মাধ্যমে ডিবেট জিততে পারেন সেটাও ডিবেটের মূল লক্ষ্য নয়, ডিবেটের মূল লক্ষ্য হলো সত্য উদঘাটন করা। আমি প্রত্যাশা করবো আজকের এই সার্টিফিকেটে আপনারা ভ্যালু এড করবেন এবং সেটা সত্যকে উদঘাটন করার মাধ্যমে। 

বেলা ৩ টায় এশিয়ান পার্লামেন্টারি (এপি), ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (বিপি), এবং পাবলিক স্পিকিং কম্পিটিশনের বিজয়ীদেরকে সার্টিফিকেট, সম্মাননা ও পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

সবশেষে, সিইউএসডি’র সভাপতি ইলহাম শারার উপস্থিত সকল শিক্ষক এবং অতিথিবৃন্দ ও ১৬ তম থিমেটিক বিতর্ক কর্মশালার সকল অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা ব্যক্ত করেন এবং একই সাথে অনুষ্ঠানকে সফল করার জন্য ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর ১৬ তম থিমেটিক বিতর্ক কর্মশালায় ৪০০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.