× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

সায়েম শান্ত, গাইবান্ধা

১৬ নভেম্বর ২০২৫, ১৯:১০ পিএম

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের পরিবারের ওপর হামলা ও তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে আদালত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় নৃশংস এ হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেইসঙ্গে এ কর্মসূচি থেকে বিচারকদের নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা ও বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তার দাবি জানানো হয়।

অ্যাডভোকেট এটিএম শরিফুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম, পিপি আব্দুল হালিম প্রামানিক, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, নিরঞ্জন কুমার ঘোষ, এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঈদ আল আসাদ, মিজানুর রহমান মিজান, মঞ্জুর মোর্শেদ বাবু, সরওয়ার হোসেন বাবুল, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় ছুরির আঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও জখম হন। ধস্তাধস্তির সময় আসামি লিমন মিয়াও আহত হন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.