লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির ৩১ দফার কাঠামো নিয়ে আলোচনা ও বিএনপির নেতাকর্মীদের সমাবেশ শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপির ব্যানারে আয়োজিত সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর (দক্ষিন) বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে দলীয় মনোয়ন প্রত্যাশী হারুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেয়া হবে। অন্য কোনো দল থেকে নমিনেশন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
তিনি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে ইঙ্গিত করে বলেন, বিএলডিপির একজন নেতা নিজেকে ধানের শীষের প্রার্থী বলে ঘোষণা দিয়ে রামগঞ্জের জনগণকে বিভ্রান্ত করছে। এখানে অন্য কোনো দল থেকে মনোনয়ন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, জিয়াউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফিকুল হক জয়, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্যা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাবেক যুগ্ন আহবায়ক লোকমান হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম বিএ, বিএনপির নেতা এজিএস আমজাদ হোসেন, আবুল খায়ের লেলিন, মনির হোসেন লিটন, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি ফারুক হোসেন প্রমূখ। সমাবেশে পৌর সভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি মিছিল করেন তাঁরা।
উল্লেখ্য যে দেশের ২৩৭টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।