ফেনীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের শান্তি কোম্পানি রোডস্থ ফাউন্ডেশনের চিকিৎসা সেবা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, কেক কাটাসহ নানা আয়োজন।
এর আগে বাদ জুমা শহরের চারটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ছিলো।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: মো: তাওহীদুল ইসলামের সভাপতিত্বে এবং নাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অতিথি হিসেবে ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোমিনুল ইসলাম,আনোয়ারুল হক নিজাম,সাইফুল ইসলাম সোহাগসহ শাহজাহান সাজু,হুমায়ুন কবির,মোমিন পাটোয়ারী, মো: ইউছুপ প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন রিয়াজ উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের খতিব মাওলানা মঈন উদ্দিন রাফী।
উল্লেখ যে, উক্ত ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক কাজ ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।