× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে আলহাজ্ব আবু সুফিয়ানের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ

এম.তৌহিদুল ইসলাম চট্টগ্রাম ব্যুরোঃ

১৬ নভেম্বর ২০২৫, ১৯:২৯ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম–৯ আসনের আওতাধীন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান। 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ রোববার, ১৬ নভেম্বর রাহাত্তারপুল জামিয়া মসজিদে আসরের নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরবর্তী সময়ে কেবি আমান আলী রোড হয়ে বাকলিয়া এক্সেস রোডের মাথা পর্যন্ত গণসংযোগ চালান তিনি। এ সময় তিনি বিভিন্ন পাড়া–মহল্লা ও সড়ক পরিদর্শন করেন এবং পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় জনতার হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।

গণসংযোগের শেষ পর্যায়ে এক্সেস রোডের মাথায় উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই আমাদের এই গণসংযোগ। আগামী নির্বাচন দেশবাসীর আকাঙ্ক্ষার নির্বাচন—এটি কোনোভাবে বানচাল হতে দেওয়া যাবে না। যারা গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়, তাদের অপচেষ্টা জনগণকেই রুখে দিতে হবে।

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে—জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের ভরসা।” পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.