সাভারে পার্কিং করা আলিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব -১৩-০২৮৭) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে গাড়িতে লোক না থাকায় এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় মীর আখতার কন্সট্রাকশনের সামনে পার্কিং করা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসের চালক আমজাদ হোসেন বলেন, আমি গাড়িটা মীর আখতার কন্সট্রাকশনের সামনে পার্কিং করে বাসায় খেতে যাই।
কারখানায় এ সময় নিরাপত্তা কর্মীরা ছিল এবং সামনেও অনেক লোক ছিল। আমার বাসা কারখানার পিছনে হওয়ায় নিরাপত্তার জন্য বাসটি কারখানার সামনে রাখি।
তিনি আরো বলেন, আগুনের ঘটনায় আমার গাড়ির ইঞ্জিন, টায়ার, সিটসহ সবকিছু পুড়ে গেছে। আমি সমিতি থেকে লোন করে গাড়িটি কিনে নিজেই চালাতাম।
গাড়িটি পুড়ে যাওয়ায় আমার ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি কিভাবে লোন পরিশোধ করব?
সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিরুলিয়ার বটতলা এলাকায় চালক আমজাদ হোসেন বাসটি পার্কিং করে খাবার খেতে বাসায় যান। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।
পরে স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
এর আগে, রবিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখী লেনে ইতিহাস নামে একটি পার্কিং করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা শ্রমিক আনা-নেওয়ার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।