সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যারেজের মালিক শামসু মিয়া বলেন, গ্যারেজে আগে কখনো আগুন লাগেনি। আমার কারো সঙ্গে শত্রুতাও নেই। কীভাবে আগুন লাগল, কিছুই বুঝতে পারছি না।
এদিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এটি নাশকতা নাকি সাধারণ অগ্নিকাণ্ড-এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ফায়ার সার্ভিসও আগুনের কারণ অনুসন্ধান করছে। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে কাজ করছে।