চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মীরেরহাটের বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে যাত্রীবাহী সিডিএম বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিডিএম বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে প্রায় ৫০ জন যাত্রী আহত হন।
ঘটনাস্থলেই নারীসহ ৬ জন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকীর রাব্বানী বলেন, “আহতদের দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।” তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ এবং হাইওয়ে পুলিশ কাজ করছে।