মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিংগাইর শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখায় সোমবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ব্যাংক কর্মকর্তারা জানান, রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে পাশের লোকজন দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দল জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।