সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম বাবলুকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার খালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার (১৭ নভেম্বর ) ভোররাতে তাকে গ্রেপ্তার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তিনি খালিয়াপাড়া গ্রামের আসমত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, আসাদুল ইসলাম বাবলু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় নাশকতার মামলা রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসাদুল ইসলাম বাবলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।