× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারের রাজনগরে গাছ ফেলে অবরোধ

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৭ নভেম্বর ২০২৫, ১৪:৫৫ পিএম

জুলাই আন্দোলনে নির্মম হত্যাকাণ্ড নিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনালে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা ঘিরে মৌলভীবাজার শহরে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।  সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে শহরের শমশেরনগর সড়ক, চৌমুহনা, আদালত সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে সড়কে টহল দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। 

এছাড়াও সদর হাসপাতাল, পল্লী বিদ্যুৎ কার্যালয়, সড়ক ভবন, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিস, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদারে র‌্যাব ও পুলিশ সদস্যদের ভবনগুলোর সামনে অবস্থানসহ সড়কে টহল দিতে দেখা গেছে।  শহরের প্রতিটি সড়কে প্রতিদিনের মতো সোমবারও যানচলাচল ছিল একদম স্বাভাবিক। কোথাও কোন নৈরাজ্য ও নাশকতার তথ্য মিলেনি। 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, নিয়মিত পেট্রোল ডিউটির অংশ হিসেবে শহরে টহল জোরদার করা হয়েছে।  

এদিকে সোমবার ভোরে জেলার রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় বড় বড় তিনটি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে দূর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় সকাল সাড়ে সাতটার দিকে রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে নিলে রাস্তাটি যান চলাচলের উপযোগী হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.