খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাটিরাঙ্গা জেনের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা, নগদ টাকা একটি মোটরসাইকেল এবং বিভিন্ন সরঞ্জাম সহ একজনকে আটক করেছে।
সোমবার ১৭ নভেম্বর, দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোনের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ‘সি-টাইপ’ বিশেষ টহল দল সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় তল্লাশি চালায়।
অভিযানে মো. ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সামগ্রী মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।