শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে আজ ভোরে আব্দুল হামিদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে তার মামা রিয়াজত আলীর (ফকির) ঘরে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার মা অন্যত্র বিয়ে করায় ছোটবেলা থেকেই মামার কাছেই বড় হয়েছেন। একসময় তিনি ঢাকায় একা বসবাস করে কাজ করতেন, তবে প্রায় এক মাস আগে সেখান থেকে ফিরে মামার বাড়িতে উঠেন।
আজ ভোরে বাড়ির লোকজন প্রথমে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।