চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গত ১৬ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন এডহক কমিটি গঠন ও অনুমোদন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ড এ সভার আয়োজন করে। সভায় আলোচনার ভিত্তিতে ৭ সদস্যের এডহক কমিটি অনুমোদন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন-
আহবায়ক: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাসুক ই ইলাহী
যুগ্ম আহবায়ক: বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম
সদস্য সচিব: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মান্নান মাস্টার
অন্যান্য সদস্য: মদিন উল্লাহ, নুরুল আলম চৌধুরী, আবু তাহের ও জহির উদ্দিন ফারুক।
চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এইচ এম জিলানী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল আলম, নুরুল মোস্তফা, শাহাবুদ্দিন আহমেদ ও শাহ আলম ভূঁইয়াসহ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
নির্বাচন না হওয়া পর্যন্ত এডহক কমিটি সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল কার্যক্রম পরিচালনা করবে। অনুমোদিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ কমিটি অনুমোদনের একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।