চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকায় শঙ্খ নদীতে পড়ে এক শিশুর মুত্যু হয়। গতকাল ১৭ নভেম্বর (সোমবার) সকালে দোহাজারী পৌরসভার দিয়াকুল খাঁন সাহেব পাড়ার নাজিম উদ্দীন মেম্বারের বাড়ির আবদুল করিমের ২ বছরের ছেলে মো. রাফসান উদ্দিন শঙ্খ নদীতে পড়ে মারা যায়। স্থানীয়ভাবে জানা যায়, গতকাল সোমবার সকালে রাফসানের মা শঙ্খ নদীতে কাপড় কাঁচার জন্য গেলে তার পিছনে পিছনে ছেলে রাফসান যায়। মায়ের অজান্তে শঙ্খ নদীতে পড়ে পানিতে ডুবে যায় রাফসান। তার মা কাপড় কাঁচা শেষ করে ঘরে ফিরে রাফসানকে না দেখে খোঁজাখুজি শুরু করে, না পেয়ে তাদের মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেয়। অবশেষে দুপুরে তাদের বসত ঘরের উত্তর দিকে ২ কিলোমিটার দূরে মৃত অবস্থায় রাফসানের লাশ পানিতে ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী এলাকার গণমাধ্যমকর্মী সৈকত দাশ ইমন।