× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুহুল আমিন হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ(চাঁদপুর)

১৮ নভেম্বর ২০২৫, ১৪:১৬ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যার প্রধান আসামী রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ মঙ্গলবার (১৮ নভেম্বর) র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

জানা গেছে, হত্যাকাণ্ডের পর র‌্যাব -১১ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে রফিকুল ইসলাম রবিন রবিনকে আটক করে। আটক হওয়া রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারী ছেলে। তার  বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দুস্যতার। এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকী ১৩টি মামলা লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগঞ্জ ও সদর থানার। 

র‌্যাবের অনুসন্ধানে ও রবিনের প্রাথমিক স্বীকারোক্তিমতে, ফরিদগঞ্জ পৌর  এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের গ্রামের মিজি বাড়ির অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে রুহুল আমিন (৩৭) সিটি গ্রুপের বেঙ্গল পন্যের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি। সে দিনের বেলায় ডিপো থেকে পন্য নিয়ে মোটরসাইকেলযোগে বিক্রয় করে রাতের বেলায় ডিলারের নিকট পণ্য বিক্রয়লব্ধ অর্থ জমা দিত। প্রতিদিনের ন্যায় রুহুল আমিন গত ১১ নভেম্বর রাতে বিভিন্ন স্থানে বিক্রয় করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেল যোগে ডিলারের নিকট বুঝিয়ে দিতে যাওয়ার সময় পথিমধ্যে ডাকাত রবিন ও তার সহযোগী গতিরোধ করে তার নিকট থেকে পন্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে রুহুল আমিন তাদের পিছু নেয়। একপর্যায়ে রুস্তমপুর এলাকার সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুরগামী পাকা রাস্তার উপর লোকজন দেখে রুহুল আমিন সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার দিলে রবিন রুহুল আমিন লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, র‌্যাবের হাতে রবিন ডাকাত আটকের কথা জেনেছি। র‌্যাব হাস্তান্তর করলে অন্য আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.