চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে অবশেষে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত গতকাল ১৭ নভেম্বরের প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে পদায়নের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ নভেম্বরের মধ্যে তিনি চসিক থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ে যোগদান না করলে ওইদিন অপরাহ্ন থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিক কার্যকর।
চসিকের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে প্রধান নির্বাহীর বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও উন্নয়ন কার্যক্রমে অকারণে বিলম্ব সৃষ্টির মতো একাধিক অভিযোগ উঠে আসছিল। এসব অভিযোগের জেরে গত ৩০ অক্টোবর কর্মকর্তা-কর্মচারীরা করপোরেশনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চালান। প্রায় চার ঘণ্টা অচলাবস্থার পর মেয়রের আশ্বাসে তারা ফটক খুলে দেন।
সাম্প্রতিক মাসগুলোতে মেয়র ডা. শাহাদাত হোসেনও প্রধান নির্বাহীর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ইচ্ছাকৃত স্থবিরতা সৃষ্টির অভিযোগ এনে জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি পাঠান। অভিযোগগুলো পর্যালোচনায় গত সপ্তাহে স্থানীয় সরকার বিভাগ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
দফায় দফায় অভিযোগ ও প্রশাসনিক অচলাবস্থার পর অবশেষে চসিকের এই আলোচিত প্রধান নির্বাহীকে বদলি করল সরকার।