× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০০ কৃষককে বোরো ধানের বীজ বিতরণ

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি)

১৯ নভেম্বর ২০২৫, ১৩:২৯ পিএম

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো মৌসুমের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) এ বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু বলেন,“সরকার কৃষকদের পাশেই আছে। প্রান্তিক কৃষক যেন উৎপাদন ব্যাহত না করে বোরো মৌসুমে সঠিকভাবে চাষ করতে পারে—সেই লক্ষ্যেই এই পুনর্বাসন কার্যক্রম। আমরা শুধু বীজ বিতরণই করছি না, মাঠ পর্যায়ে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।”

কুশল তালুকদার, ডিপ্লোমা কৃষিবিদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বলেন, “উন্নতমানের বীজ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা নির্দেশনা দেওয়া হবে।”

নন্দীয় তঞ্চঙ্গ্যা, উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন,“সরকারি সহায়তা কৃষকের মনে নতুন আশা জোগাচ্ছে। বোরো মৌসুমে ভালো ফলন পেতে সঠিক প্রযুক্তি প্রয়োগে আমরা পাশে থাকব।”

বীজ গ্রহণকারী একাধিক কৃষক জানান, বর্তমানে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, এই বীজ দিয়ে পর্যাপ্ত ফলন হবে এবং ক্ষতির মুখ থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবেন,জয়নাল আবেদীনসহ স্থানীয় প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.