× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসহায় খামারীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

১৯ নভেম্বর ২০২৫, ১৪:৪৬ পিএম

মধ্যবিত্ত পরিবারের খামারী চেরাগ মিয়ার জীবিকার একমাত্র ভরসা ছিল তার হাঁসের খামার। প্রায় ৫০০ হাঁসের এই খামার থেকেই চলত সংসার। কিন্তু গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অজ্ঞাত ব্যক্তি কর্তৃক হাকালুকি হাওরের পাশের জমিতে দেওয়া বিষে খেয়ে ৩৩৫টি হাঁস মারা যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন এই খামারী। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে চেরাগ মিয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান পাঠান তিনি।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে গিয়ে চেরাগ মিয়ার হাতে এ অনুদান তুলে দেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

তারেক রহমানের নির্দেশনায় পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির হোসেন, সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমুখ।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা বলেন, “গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের দৃষ্টিতে আসে। পরে তিনি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বকে সহযোগিতার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় জেলা যুবদলের নেতৃত্ব চেরাগ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দেয়।”

খামারী চেরাগ মিয়া বলেন, “১২-১৪ বছর ধরে হাঁস পালন করছি। প্রতিদিনের মতো সেদিনও হাঁস ছেড়ে কাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি শত শত হাঁস মরে পড়ে আছে। পাশের জমিতে কে বা কারা বিষ দিয়েছিল বুঝতে পারিনি। এতে দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নিপার ভাইয়ের মাধ্যমে তারেক রহমান সাহায্য পাঠিয়েছেন -এতে নতুন করে খামার গড়ার আশা ফিরে পেয়েছি।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.