× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে: এইড ফর মেন ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট।

১৯ নভেম্বর ২০২৫, ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়ে রাজধানীতে সাইকেল র‍্যালি, পদযাত্রা ও আলোচনা সভা করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটি আজ বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে তারা পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়। একইসঙ্গে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে বেশ কিছু দাবিও তুলে ধরে।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে নানা দাবি তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে চলে গেছে। অধিকার তো দূরের কথা, পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেব না।

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সংগঠনটির আলোচনা সভার মূল বিষয় ছিল ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’। এইড ফর মেন ফাউন্ডেশন মনে করে, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে। 

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটির কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য ‘পুরুষ ও ছেলেদের সমর্থন করা’ হলেও বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো- ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল র্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। সকাল ১০টার শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এ সময় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই র্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। এরপর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক তোশাররফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ভ্যাট কনসালটেন্ট ও ট্যাক্স ল ইয়ার রাশেদ করিম, নাট্য নির্মাতা হিমেল ইসাক, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির। এতে সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা জেলা কমিটির কেন্দ্রীয় কমিউনিটি অর্থ সম্পাদক আলামিন হোসাইন, ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক দপ্তর, সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.