× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো

১৯ নভেম্বর ২০২৫, ১৫:২৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সাবেক তিনবারের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম তার রাজনৈতিক অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে “দৈনিক সংবাদ সারাবেলা ”কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার পুরো রাজনৈতিক জীবনটা ছিল উন্নয়ন, সেবা আর সততার ওপর দাঁড়িয়ে। জনগণের কল্যাণে কাজ করাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আমি আনোয়ারা–কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনের তিনবারের সংসদ সদস্য থাকাকালীন উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করেছি। অতীতে কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি।

সাম্প্রতিক সময়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অপপ্রচার ছড়িয়ে কেউ লাভবান হবে না। এতে দল দুর্বল হয়। যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে দলের হয়ে কাজ করারও আহ্বান জানাই।

আসন্ন  নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আমাকে যদি আবারও সুযোগ দেওয়া হয়, তাহলে আরও শক্তভাবে এলাকার উন্নয়নে কাজ করব।

এদিকে, সরওয়ার জামাল নিজামের নির্বাচনী কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পড়েছে। প্রতিটি গণসংযোগ ও নির্বাচনী সভায় ব্যাপক জনসমাগমে লোকারণ্য পরিবেশ সৃষ্টি হচ্ছে। এতে দলীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়েছে।

সরওয়ার জামাল নিজামের কর্মী-সমর্থকরা জানান, বিগত তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরওয়ার জামাল নিজাম একজন গ্রহণযোগ্য, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দক্ষিণ চট্টগ্রামের একমাত্র প্রবীণ সাবেক সংসদ সদস্য এবং ওয়ান-ইলেভেন সময়কার নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। আনোয়ারা-কর্ণফুলীতে শিক্ষার প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার প্রচেষ্টায় এলাকায় ১০১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪১টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে দলমত নির্বিশেষে সড়ক নির্মাণ করে জনগণের চলাচল সহজ করেছেন তিনি।

তারা আরও জানান, তিনবারের সাংসদ থাকাকালীন কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তার নাম জড়ায়নি। চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। জিরো টলারেন্স নীতির কারণে চট্টগ্রাম-১৩ আসনে তিনি এখনো ‘ক্লিন ইমেজের নেতার’ স্বীকৃতি ধরে রেখেছেন। এজন্য পাঁচ বারের মতো তাকে মনোনয়ন দেওয়ায় দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মী- সমর্থকরা। তাদের প্রত্যাশা- সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির পুনর্জাগরণ হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.