. ডা. তাওহীদ- সভাপতি, ইমন-সেক্রেটারি
ফেনী শহরের শান্তি কোম্পানি রোডস্থ হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশন ২০২৪ ইং সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের চিকিৎসা সেবা কেন্দ্রে গত ১ বছরে প্রায় ৫০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শের পাশাপাশি প্রায় ৩০০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ডা: মো: তাওহীদুল ইসলামকে সভাপতি ও নাহিদুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া( লিটন),সহ-সভাপতি সোহাগ মজুমদার,সহ-সভাপতি ইমাম হোসেন ইস্পাহানি, যুগ্ম সাধারণ সম্পাদক ওসামা বিন রাহুল,সাংগঠনিক সম্পাদক আবু আবদুল্লাহ মো: নিয়াজী,কোষাধ্যক্ষ মো: ওহিদুল ইসলাম,সদস্য- ডা: শারমিন জহুর বিথী, ডা: মিজানুর রহমান, সালাউদ্দিন নোমানী,আবদুল আলিম রাফি, মো: মিনহাজুল ইসলাম সিয়াম,হাসান পাটোয়ারী।
উল্লেখ্য যে, ফাউন্ডেশনের চিকিৎসা সেবা কেন্দ্রে প্রতি বুধবার,বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মাত্র ৫০ টাকা টোকেন মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে