জেলা তথ্য অফিস ফেনীর এর ব্যবস্থাপনায় দাগনভূঞায় (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) প্রান্তিকে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিজ, নাসরিন আকতার,দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল,দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসীম উদ্দিন।
স্বাগত বক্তব্যে এস.এম. আল আমিন বলেন " জেলা তথ্য অফিস সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সরকারের বিভিন্ন ভিশন এবং মিশন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে জনসংযোগের কাজ করে। অত্র অফিসের নিয়মিত কাজের একটি অংশ হলো নারী সমাবেশ আয়োজন করা।নারী সমাবেশ করার অন্যতম লক্ষ্য হলো নারীর ক্ষমতায়নের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করা। নারী ক্ষমতায়ন বলতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা, নারীর মতামতকে প্রতিষ্ঠা করাকে বুঝায়। সরকারের বিভিন্ন দপ্তর নারী ক্ষমতায়ন নিযে কাজ করে।"
বিশেষ অথিতির বক্তব্যে মিজ নাসরিন আকতার বলেন "মহিলা বিষয়ক অধিদপ্তর নারীর আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে"। এরপর তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের নানান কার্যক্রম আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম তাঁর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বাল্যবিবাহের কিছু উদাহরণ টেনে কিভাবে বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা জীবন ধ্বংস করে তা আলোচনা করেন।এরপর তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। এসব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আবশ্যক বলে মত দেন। তিনি আরো বলেন " নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলেই কেবল তাদের মতামত পরিবারে প্রতিষ্ঠিত হবে. সেজন্য নারীদের শিক্ষিত হতে হবে।"
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক আশরাফুল আলম