× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে কারখানার বজ্র নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার, ভুক্তভোগীদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে “আল্লাহর দান এগ্রো কমপ্লেক্স” চাউল মিলের(কারখনা) বজ্র নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ হয়ে ৪৫ টি পরিবার ওই মিলের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছে। এসময় তারা কারখানার বজ্র মিশ্রিত পানি জনবসতি এলাকায় প্রবেশ বন্ধ দাবি করে নানা স্লোগান দিয়েছেন। বুধবার(১৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার অরোণকোলা বাগবাড়িয়া চকনারিচা এলাকায় ওই চাউল মিল কারখানার সামনে অবস্থান করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, ২০১১ সালে প্রতিষ্ঠিত আল্লাহর দান কমপ্লেক্স চাউল মিলটি মুড়ি তৈরির চাউল ও মোটা চাউল প্রক্রিয়াকরনের কার্যক্রম চালিয়ে আসছে। তবে ওই চাউল মিল কারখানার বজ্র মিশ্রিত নোংরা পানি নির্দিষ্ট ক্যানেলের মাধ্যমে জনবসতিপূর্ণ এলাকায় নিষ্কাশিত করা হচ্ছে। এতে বসবাসরত ৪৫ টি পরিবারের বসতবাড়িতে এ পানি উঠে গেছে। শুধু তাই নয় আশেপাশের আবাদী জমিতেও এ বজ্র মিশ্রিত পানি প্রবেশে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে। একাধিকবার বলেও স্থায়ী কোন সমাধান হয়নি বলে দাবি বিক্ষোভকারী পরিবারগুলোর।

এদিকে আল্লাহর দান এগ্রো কমপ্লেক্স চাউল মিল কর্তৃপক্ষ বলছেন তাদের বজ্র মিশ্রিত এসব পানি নিষ্কাশনের জন্য রয়েছে নির্দিষ্ট পুকুর। সেটা অতিরিক্ত ভরে যাওয়ার কারনে কিছু পানি জনবসতি এলাকার মধ্যে প্রবেশ করেছে তা দ্রুত সময়ের মধ্যে বের করার ব্যবস্থা করা হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই মিল কারখানার পেছনে একটি নির্দিষ্ট ক্যানেলের মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে বজ্র মিশ্রিত এসব পানি। সেই পানি অতিরিক্ত ভরে গিয়ে তা বসতবাড়ির ভিতর ও চলাচলের রাস্তায় প্রবেশে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। দূর্গন্ধযুক্ত এ নোংরা পানিতে চলাচলের কারনে শিশুসহ বড়দের শরীরে দেখা দিয়েছে নানাধরনের চর্মরোগ।

বিক্ষোভে দাড়িয়ে ভুক্তভোগী মোছাঃ মুক্তা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে এই মিল কারখানার নোংরা পানি আমাদের বাড়িঘরের এদিকে বের করে দিচ্ছে। বাড়ির ভিতর ও রাস্তায় পানি বেঁধে থাকে সব সময়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

আরেক ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক ও শাহাবুদ্দিন শরিফ বলেন, একাধিকবার বলেও মিল মালিক এসবের কোন কর্ণপাতই করেন না। এমন নোংরা পানির দূর্গন্ধে ও এসব পানির মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে শিশুসহ অনেকের শরীরে নানারকম চর্মরোগ দেখা দিয়েছে। শুধু তাই নয় আশেপাশের আবাদী জমিতেও এ পানি প্রবেশ করার কারনে চাষাবাদ ব্যাহত হচ্ছে। আজ বাধ্য হয়ে মিল কারখানার সামনে বিক্ষোভ করছি। বর্জ্র মিশ্রিত এসব পানি থেকে পরিত্রান চাই আমরা।

তবে এ ব্যাপারে আল্লাহর দান এগ্রো কমপ্লেক্স চাউল মিলের স্বত্তাধিকারী মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের কারখানার পানি নিষ্কাশনের আলাদা ব্যবস্থা রয়েছে। কিন্তু হটাৎ করে তা অতিরিক্ত ভরে যাওয়ার কারনে কিছু পানি বাহিরে চলে গেছে যার কারনে একটু সমস্যা হয়েছে তবে বিষয়টি নজরে আসা মাত্র আমরা তা মেশিন বসিয়ে বাহিরে সেই পানি বের করার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে অনেক পানি বেরও হয়ে গেছে। কিছু অসাধু চক্র এলাকাবাসীকে উস্কে দিয়ে এ ধরনের কর্মকান্ড করছে। আশা করছি সন্ধার মধ্যে এর স্থায়ী সমাধান হয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.