× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে কাজী সালাউদ্দিনের বিশাল মিছিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের সমর্থনে আকবরশাহ, পাহাড়তলী, উত্তর পাহাড়তলী ও উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় উত্তর কাট্টলীর সিটি গেইট এলাকায় সিডিএ প্রভাতী স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে নগরের অলংকার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

অলংকার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা নিয়েই সামনে এগোতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন দেশ গড়তে চাই যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অবহেলা বা নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি সরকার ক্ষমতায় এলে বর্ণ-ধর্ম নির্বিশেষে সবার মর্যাদা নিশ্চিত করা হবে।”

কাজী সালাউদ্দিন জানান, “বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন্দ্রীয় নির্দেশই আমার জন্য চূড়ান্ত। দলের সিদ্ধান্ত ছাড়া আমি এক পা-ও এগোব না।”

মিছিলে উপস্থিত ছিলেন-সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন, সদস্য এস এম সামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনি, মঞ্জুর ইসলাম; মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর ও সরোয়ার; চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার; আকবরশাহ থানার নেতা সাহেদ আকবর, হাবিবুর রহমান মাসুম, খালেদ সাইফুল্লাহ; উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কুতুব উদ্দীন চৌধুরী, মীর মো. জাহাঙ্গীর, জামাল কোম্পানী, আনোয়ার হোসেন।

এছাড়াও যুবদল নেতা গাজী ফারুক হোসেন, মহরম আলী, মো. ইউনুচ, মহিউদ্দীন, শামীম, শাহাদাত, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, ফরহাদ রানা, মিজানুর রহমান রাজু, মো. ডালিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মহিলা দলের পক্ষে উপস্থিত ছিলেন নেত্রী মীম ইসলামসহ অন্যান্যরা। ধানের শীষের প্রতীককে বিজয়ের প্রতীক উল্লেখ করে নেতারা আসন্ন নির্বাচনে কাজী সালাউদ্দিনকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.