মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের প্রথমবারের মতো ১৫টি জেলা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে ক্রিকেট পরিবার, শমশেরনগর এর আয়োজনে এই টূর্নামেন্টের শুভ সুচনা হয়।
রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াব এর সভাপতি ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ। বাংলাদেশের প্রথম বারের মতো দেশের ১৫ টি জেলা নিয়ে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় গাজীপুর জেলাকে ৯ রানে হারিয়ে সুনামগঞ্জ জেলা দল বিজয়ী হয়েছে।