মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অটোরিক্সাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ফুলতলা বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অটোরিক্সা এবং দুইজন আসামীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ১২ হাজার টাকা এবং অটোরিক্সার সিজার মূল্য ২ লাখ টাকা। সর্বমোট সিজার মূল্য দাঁড়ায় ২ লাখ ১২ হাজার টাকা।
আটককৃত দুই আসামি হলেন সন্তোষ শব্দকর (২৫), পিতা- রেনু শব্দকর, গ্রাম- এলবিনটিলা, ডাকঘর- ফুলতলা, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার। মোঃ জসিম উদ্দিন (৩৮), পিতা- নুর মিয়া, গ্রাম- কোনাগাঁও, ডাকঘর- ফুলতলা, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার।
অভিযান পরিচালনাকারী টহলদলের তত্ত্বাবধায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানান—মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।