× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেওক্রাডং পাহাড়ে দূর্ঘটনায় আহত ১১

বান্দরবান প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম

বান্দরবানে রুমায় অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ের যাওয়ার পথে চাদের গাড়ি উল্টে ১১জন পর্যটক আহত হয়েছে।  আজ বৃহস্পতিবার ভোর ছয়টায় কেওক্রাডং সড়কের পেঁপে বাগান নামক স্থানে এই দূর্ঘটনার ঘটে। 

সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলার নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ভোর সকালে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাদের গাড়ি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে দুজন আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- সিদ্দিকুর রহমান(৫৫), হাশমত(৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২),  আকরাম আলী (৩৭), জুমা (২৬),  রুমি আক্তার (২৮), বেলায়েত (৩৩)। তারা সকলে কুষ্টিয়া জেলার বাসিন্দা ও  রুমা সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া বাসিন্দা অনাদি বড়ুয়া ছেলে স্বপন বড়ুয়া(৩৪)। সে পর্যটক গাইড হিসেবে রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়ীতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং পাহাড়ে উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। 

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ভোর সকালে কেওক্রাডং সড়কের দুর্ঘটনায় ১১জন পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.