× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অধ্যাপক এবিএম ফজলুল করীম

নির্বাচনে জামায়াতে ইসলামী নিরঙ্কুশ বিজয় অর্জন করবে

মো. ফয়সাল হোসেন,মুন্সিগঞ্জ

২০ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

মুন্সিগঞ্জ-২ আসনের (টংঙ্গিবাড়ি-লৌহজং)-এর টংঙ্গিবাড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসাইল-বানারী ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, ইনশাআল্লাহ। এই বিশ্বাস আজ জনমনে নতুন আশার সঞ্চার করেছে। দেশের যেকোনো সংকট থেকে উত্তরণের যেসকল ভূমিকা পালন করে আসছে তা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, দুর্নীতি, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জামায়াতের দৃঢ় অবস্থান ভোটারদের হৃদয়ে ইতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তনের অগ্রদূত হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তিশালী উপস্থিতি এবং জনকল্যাণমূলক রাজনীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি মানুষের প্রত্যাশাকে আরও শক্ত করেছে। সব মিলিয়ে ন্যায়, ইনসাফ ও উন্নয়নভিত্তিক রাজনীতির প্রতি জনগণের আস্থা এবার বিজয়ের পথ সুগম করবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালার ইচ্ছায় আমরা নির্বাচিত হলে মুন্সিগঞ্জ-২ আসনের সার্বিক সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে নিরঙ্কুশ বিজয়ের লক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন, মুন্সিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এমএ সাজ্জাদ, হাসাইল-বানারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুস ছালাম, সেক্রেটারি মো. গোলাম আযম, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.