× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গা সেনা জোনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে মাসিক সভা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

২০ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় জোন সদরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহীম আডহাম।

সভায় আইন–শৃঙ্খলা, ফেক আইডির অপব্যবহার, ফুটপাত দখল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নির্বাচনী শৃঙ্খলা, পরিবেশ ও ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প এবং সাম্প্রদায়িক সম্প্রীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মাটিরাঙ্গা জোনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে জোন অধিনায়ক বলেন, আইন–শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। শান্তি–শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে তিনি সেনাবাহিনীকে সহযোগিতা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভায় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা ও শহীদুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.