ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবের অবহেলায় সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন। বঞ্চিত হচ্ছেন নাগরিক সেবা থেকে ইউনিয়নবাসী। প্রতিদিনই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, বিভিন্ন ভাতার আবেদন জমিজমা-সংক্রান্ত কাজে নাগরিকরা সেবা নিতে এসে ইউনিয়নে সচিবের গাফিলতি এর কারনে ফিরে যাচ্ছেন সেবা না নিয়ে। এমনই অভিযোগ উঠেছে মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিদের অভিযোগ বর্তমানে ইউনিয়ন পরিষদে জনগণের ভোটে নির্বাচিত কোনো চেয়ারম্যান নেই। ফলে সচিব নিজের ইচ্ছেমতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন বিষয় সেবা নিতে আসা অপি বেগম অভিযোগ করে বলেন, সেই সকাল থেকে এসে দাড়িয়ে আছি সচিবের অফিস খোলা কিন্তু সচিব কৈ আছে সংশ্লিষ্ট কেউই বলতে পারে না সে কোথায় আছে।
অভিযোগ বিষয় মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি একটু চা খেতে দোকানে গেছিলাম আমি গ্রাম পুলিশ ও সংশ্লিষ্টদের বলে গেছি।
এ বিষয় মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্যনেল চেয়ারম্যান ফরুক সিকদার বলেন, আমি বিষয় টি আপনার মাধ্যমে জানলাম বিষয় টি খতিয়েদেখছি।
অভিযোগ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, আমি কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয় টি খতিয়ে দেখব।