রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ‘কোটাবিরোধী ঐক্যজোট’-এর ব্যানারে ডাকা ৩৬ ঘণ্টার হরতালে সমর্থন জানিয়ে বাঘাইছড়ি উপজেলায় পিকেটিং করছেন ছাত্র জনতা।
বৃহস্পতিবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে শিক্ষার্থী ও সাধারণ তরুণদের শান্তিপূর্ণ অবস্থান এবং স্লোগান দিতে দেখা গেছে। হরতালের কারণে উপজেলা সদরের দোকানপাট খোলা থাকলেও অভ্যন্তরীণ রুটে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক কম। সড়কে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল স্বাভাবিকের চেয়ে কম।
এছাড়াও হরতালের কারণে বাঘাইছড়ি থেকে রাঙামাটি, খাগড়াছড়ি বা অন্যান্য রুটে কোনো দূরপাল্লার যানবাহন এখনো ছেড়ে যায়নি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থেকে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
উল্লেখ, আগামী ২১ নভেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে ‘প্রাথমিক সহকারি’ শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ ওঠার প্রেক্ষিতে গতকাল ১৯ নভেম্বর কোটাবিরোধী ঐক্যজোট ও রাঙামাটির সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ ব্যানারে রাঙামাটিতে বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৬টা থেকে শুক্রবার ২১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয়।