× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

জমে উঠেছে ৭টি পদে ৩২ প্রার্থীর নির্বাচনী প্রচারনা ‎

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৫, ১৬:৩২ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৫, ১৬:৩৪ পিএম

‎ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের নির্বাচন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের প্রচার-প্রচারণায় বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠ। দীর্ঘদিন পর এই নির্বাচন ঘিরে ভোটার ছাড়াও সচেতন লোকজনের মাঝে প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা ও বিচার বিশ্লেষণ। কে বা কারা বিজয়ী হচ্ছে এ নিয়ে আলোচনায় সরগরম ফেনী শহর। ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে শহর জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

প্রার্থীরা সামাজিক মাধ্যমে দিচ্ছে নানা রকমের প্রতিশ্রুতি। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মোট এক হাজার ৬শ ৯৭জন ভোটার রয়েছেন। ৭টি পদে নির্বাচনে অংশ নিতে পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপিরসহ অন্যান্য দলের সমর্থিত ৩২জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রার্থীদের মধ্যে ভাইস চেয়ারম্যানের একটি পদের বিপরীতে-২ জন, সেক্রেটারি একটি পদের বিপরীতে-৪ জন ও কার্যকরী সদস্যের পাঁচটি পদের বিপরীতে ২৬ জনসহ মোট ৩২ জন নির্বাচনী মাঠে রয়েছেন।

‎ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যানের একটি পদের বিপরীতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায়, বর্তমানে দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন-বর্তমান এডহক কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির প্রবীণ নেতা জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার ও বিএনপি নেতা মুশফিকুর রহমান পিপুল। সেক্রেটারি একটি পদের বিপরীতে চারজন প্রার্থী রয়েছেন, তারা হলেন- জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, যুগ্ম-সম্পাদক রশিদ আহমেদ মজুমদার, হোমিওপ্যাথিক চিকিৎসক মো: সহিদ উল্যাহ।

কার্যকরী সদস্যের পাঁচটি পদের বিপরীতে ২৬জন মনোনয়নপত্র জমা করে নির্বাচনী মাঠে রয়েছেন। তারা হলেন-বর্তমান এডহক কমিটির সদস্য এবি পার্টির নেতা মুহাম্মদ ফজলুল হক, সাবেক এডহক কমিটির সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারী মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য এম এ ইমরান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো: হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন, ক্রীড়া  সংগঠক শরিফুল ইসলাম অপু, কামরুল ইসলাম চৌধুরী, কামরুল জামান মজুমদার, জামায়াত নেতা এডভোকেট এম. জামাল উদ্দিন, মোতাহের হোসাইন তুহিন, এডভোকেট খোরশেদ আলম মাহাদী,ডা: মুহাম্মদ মুসা হাসনাত, সাইদুল মিল্লাত মুক্তা, জেলা মহিলা দল নেত্রী নূর তানজিলা রহমান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রহমত উল্যাহ জিংকু, সদস্য মো: মেজবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, আরিফ মোহাম্মদ, মো: ওমর ফারুক, রবিউল আজিম চৌধুরী (রাহাত), মো: সিফাত উদ্দিন, নাজরানা হাফিজ অম্লান, সৌদি প্রবাসী আনোয়ার হোসেন (রতন), মো: গোলাম সরওয়ার, মো: বেলাল হোসেন।

‎বেশ কয়েকজন ভোটার জানান, দীর্ঘদিন ফেনীতে ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোর কমিটি নির্বাচন ছাড়াই গঠিত হওয়া অঘোষিত নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু এবার এ নিয়ম ভেঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের কমিটি গঠন ঘিরে ভোটার ও সচেতন নাগরিকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আশা করি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। অপর একজন ভোটার জানান, প্রতিদিনই প্রার্থীরা দফায় দফায় মোবাইলে কল করে, এসএমএস পাঠিয়ে ভোট চাচ্ছে। এতে করে নির্বাচনী মাঠ জমে উঠেছে।

‎নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ নভেম্বর,শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এক হাজার ৬শ ৯৭ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার অশোক বিক্রম চাকমা জানান, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রদানের সময় ভোটারের ছবি সম্বলিত বিডিআরসিএস এর আজীবন সদস্য আইডি কার্ড প্রদর্শন করতে হবে। প্রার্থী ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.