× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে অভ্যন্তরীন আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৫, ১৬:৪২ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলএসডিতে ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীন আমন সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মারফুদুল হক,উপজেলা প্রকল্প কর্মকর্তা এমদাদুল হক,খাদ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ।

চলতি মৌসুমে আমন চাল সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৫০ টাকা এবং ধান সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৪ টাকা। উপজেলায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা—ধান: ১৭৯.০০০ মেট্রিক টন, চাল: ৪৯০৪.০০০ মেট্রিক টন এ বছর অভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযানে অংশ নিচ্ছে মোট ২৫টি মিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.