বরিশালের উজিরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও রেজিস্টারবিহীন এন্টিবায়োটিক বিক্রির অভিযোগে দুই ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডলের নেতৃত্বে এ বিশেষ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, ফার্মেসিতে অনিয়ম বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানে মেসার্স মকবুল মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও রেজিস্টারবিহীন এন্টিবায়োটিক বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে খান ফার্মেসীকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ফার্মেসিগুলোর নথিপত্র, সংরক্ষণ কাগজপত্র এবং অ্যান্টিবায়োটিক বিক্রির হিসাব যাচাই করা হয়।
অভিযান তদারকি করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা ও তার তদন্ত টিম। তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং রেজিস্টার ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি জনগণের জীবনের ওপর সরাসরি বিপদ ডেকে আনে। তাই নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। কোনো ফার্মেসি নিয়মের বাইরে গিয়ে ওষুধ বিক্রি করলে ছাড় দেওয়া হবে না। নিয়মিত মনিটরিংয়ের মধ্য দিয়েই নিরাপদ ওষুধ ব্যবহারের পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও যোগ করেন, “ফার্মেসি পরিচালনার ক্ষেত্রে আইন মেনে চলা বাধ্যতামূলক। জনগণ যেন সঠিক মানের ওষুধ পায় সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে।” অভিযানকালে উপস্থিত সাধারণ মানুষের সামনেই জরিমানা করা হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, নিয়মিত তদারকি বাড়ালে অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
উল্লেখ থাকে যে, বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সারা দেশের মতো উজিরপুরেও নির্ধারিত সময় পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ধারাবাহিকভাবে চলবে।