চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাটের আব্দুল হাফেজ-মাজেদা বেগম হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানী মাদ্রাসার শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ২২তম বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন এর মাঠে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গারাংগিয়া দরবার শরীফের অন্যতম খলিফা হাফেজ মাওলানা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে ও প্রতিষ্টানের পরিচালনা পর্ষদের সদস্য মাস্টার মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফজলুল হক সিরাজী জলিল , সহ সভাপতি মালেকা মনোয়ারা আক্তার জাহান সিরাজী, মৌলানা মুহাম্মদ মোসলেমউদ্দিন নেজামী, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ সাংবাদিক চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, আহমদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হেলালুদ্দীন বাবর, আবুল হাসনাইন চৌধুরী রাকির, মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ।
এসময় নূরানী মাদ্রাসার ছাত্ররা উপস্থিত অতিথি ও অভিভাবকদের সম্মুখে জানাজার নামাজ, জুমার নামাজ ও অজুর নিয়ম-কানুন প্রদর্শন করেন। পরে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।