× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক

রাকিব আলী (কুষ্টিয়া) দৌলতপুর প্রতিনিধি।

২০ নভেম্বর ২০২৫, ১৯:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। 

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (২০ নভেম্বর ২০২৫),বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত কনফারেন্স রুমে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় দৌলতপুর উপজেলা মৎস কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় ও দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. লামইয়ানুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ সহ সকল দপ্তরের কর্মকর্তারা।

এসময় নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.